শিরোনাম

South east bank ad

প্রভাবশালীদের হুমকীতে ডিসি এসপির কাছে অভিযোগ

 প্রকাশ: ১৯ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

নুর উদ্দিন সুমন, (হবিগঞ্জ) :

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ২নং আহম্মদাবাদ ইউনিয়নের গোছাপাড়া গ্রামের পাল বাড়ীর মৃত ক্ষিতেন্দ্র চন্দ্র পালের ছেলে মৃত্যুঞ্জয় চন্দ্র পাল ও তার পরিবারকে প্রভাবশালীরা হুমকী দিচ্ছে। এদের কবল থেকে রক্ষায় পেতে তিনি ১৭ আগস্ট জেলা প্রশাসক ও হবিগঞ্জের পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।

এ অভিযোগে মৃত্যুঞ্জয় চন্দ্র পাল উল্লেখ করেন, স্ত্রী ও দুই শিশু পুত্রসহ তিনি বসবাস করছেন। পিতা মারাগেছেন। তার পিতা ছিলেন অতি সহজ সরল ও শান্তপ্রিয়। পৈত্তিকসূত্রে বসতভিটেসহ প্রায় ৭ একর জমি রয়েছে। কৃষি কাজের আয়ে চলছে পরিবার।

তিনি বলেন, আমার জমিজমা ভোগদখল করে নিতে একটি প্রভাবশালী মহল ওঠেপড়ে লেগেছে। ইতোমধ্যে আমার বাড়ির কিছু জায়গা নিয়ে জোরপূর্বক রাস্তা নির্মাণ করা হয়েছে। এ রাস্তা নির্মাণের নামে আমার বেশকয়েকটি গাছ কেটে ফেলা হয়। আমারা বসত ঘরের সামনে শ্মশান নির্মাণ করা হচ্ছে। এর প্রতিবাদ করায় প্রভাবশালী ব্যক্তিরা একের পর এক হুমকী প্রদান করছে। সম্প্রতি প্রভাবশালীরা আমার পরিবারের উপর হামলা চালায়। এতে আমি ও আমার স্ত্রী আহত হয়েছিলাম। আমরা চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছি। এর বিচার পাইনি। তাদের অব্যাহত হুমকীতে পরিবার নিয়ে নিরাপত্তাহীনভাবে বসবাস করছি। এছাড়া ইদানীং এ মহলের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হচ্ছে, তাদের কাছে বাড়িটি বিক্রি করে দেওয়ার জন্য। আমার জমি থাকলেও নগদ টাকা নেই। এ কারণে তাদের সাথে কোন উপায়েই পেরে উঠতে পারছি না।

যদিও সুবিচারের আশায় চলতি বছরের ১২ জুলাই চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মহোদয় বরাবরে আবেদন করেন তার বোন অঞ্জনা পাল। কোন উত্তর না পেয়ে, অবশেষে সুবিচারের আশায় হবিগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবরে অভিযোগ করেন তিনি।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: