১লা সেপ্টেম্বর থেকে সশরীরে সাত কলেজের পরীক্ষা শুরু
স্টাফ রির্পোটার :
দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় দেশের শিক্ষাব্যবস্থা স্থিতিশীল হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘ সেশনজটের সম্মুখীন সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। রাজধানীর সরকারি সাতটি কলেজের পরীক্ষা বিষয়ে দীর্ঘদিন কোনো খবর না থাকলেও, অবশেষে সাত কলেজ সংশ্লিষ্টদের সভা অনুষ্ঠিত হয় এবং সিদ্ধান্ত গৃহীত হয় যে আগামী ১লা সেপ্টেম্বর থেকে সাত কলেজের সকল বিভাগের পরীক্ষা শুরু হবে।
এ তথ্য নিশ্চিত করেছেন সাত কলেজের সমন্বয়ক (ফোকাল পয়েন্ট) ও ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার। তিনি জানান, আগামী ১ সেপ্টেম্বর থেকে সশরীরে সাত কলেজের শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময়সূচি ও বিস্তারিত সকল কিছু অল্পকিছু দিনের মধ্যে নোটিশের মাধ্যমে জানানো হবে।
এর আগে বুধবার (১৮ আগস্ট) দুপুর দুইটায় সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে সাত কলেজের প্রধান সমন্বয়কারী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক এএসএম মাকসুদ কামালের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকেই এ সিদ্ধান্ত নেয়া হয়।