South east bank ad

আদালতের আইন অমান‍্য করে জমি দখল

 প্রকাশ: ১৮ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

শামীম আলম, (জামালপুর) :

জামালপুরের বকশীগঞ্জে অবৈধভাবে জমি দখল করে রেখেছে এক প্রভাবশালী মহল। এ নিয়ে আদালতের রায় স্বত্বেও জমিতে যেতে পারছেনা ভুক্তভোগী পরিবার।

জানা যায় বকশীগঞ্জ পৌরসভার নামাপাড়া গ্রামের মৃত নিজাম উদ্দিনের ছেলে ইসমাইল হোসেন রাজেন্দ্রগঞ্জ মৌজায় ২৭৫২ নং দাগে ৩ শতাংশ জমি ক্রয় করেন।

জমিটি বিআরএস খাস খতিয়ান হওয়ায় আদালতে মামলা করেন ইসমাইল হোসেন। দীর্ঘদিন পর ইসমাইল এর অনুকূলে রায় প্রদান করেন বিজ্ঞ আদালত।

এরই মধ্যে এলাকার প্রভাবশালী সোলায়মান হক ও তার সহযোগীরা জমির দখল করে নিয়ে স্থাপনা তৈরি করে। পরবর্তীতে আদালতের রায় নিয়ে ক্রয়কৃত জমিতে গেলে সোলায়মান ও তার সহযোগিরা বাধা দিয়ে হুমকি প্রদান করে। এনিয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের কাছে বিচার দিলে আরো ক্ষিপ্ত হয়ে ওঠে। বর্তমানে বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরছে ইসমাইল।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: