আদালতের আইন অমান্য করে জমি দখল
শামীম আলম, (জামালপুর) :
জামালপুরের বকশীগঞ্জে অবৈধভাবে জমি দখল করে রেখেছে এক প্রভাবশালী মহল। এ নিয়ে আদালতের রায় স্বত্বেও জমিতে যেতে পারছেনা ভুক্তভোগী পরিবার।
জানা যায় বকশীগঞ্জ পৌরসভার নামাপাড়া গ্রামের মৃত নিজাম উদ্দিনের ছেলে ইসমাইল হোসেন রাজেন্দ্রগঞ্জ মৌজায় ২৭৫২ নং দাগে ৩ শতাংশ জমি ক্রয় করেন।
জমিটি বিআরএস খাস খতিয়ান হওয়ায় আদালতে মামলা করেন ইসমাইল হোসেন। দীর্ঘদিন পর ইসমাইল এর অনুকূলে রায় প্রদান করেন বিজ্ঞ আদালত।
এরই মধ্যে এলাকার প্রভাবশালী সোলায়মান হক ও তার সহযোগীরা জমির দখল করে নিয়ে স্থাপনা তৈরি করে। পরবর্তীতে আদালতের রায় নিয়ে ক্রয়কৃত জমিতে গেলে সোলায়মান ও তার সহযোগিরা বাধা দিয়ে হুমকি প্রদান করে। এনিয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের কাছে বিচার দিলে আরো ক্ষিপ্ত হয়ে ওঠে। বর্তমানে বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরছে ইসমাইল।