শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটের ফেরি চলাচল বন্ধ
কায়সার সামির, (মুন্সিগঞ্জ) :
বৈরী আবহাওয়া, প্রবল স্রোত ও ঢেউয়ের কারণে অনির্দিষ্টকালের জন্য শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটের ফেরি চলাচল বন্ধ রয়েছে। বুধবার দুপুর ২ টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন শিমুলিয়া ঘাটের কর্তৃপক্ষ ফেরি বন্ধের এ নির্দেশনা দেন।
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এরুটে ফেরি চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসি মাওয়া ম্যানেজার মো. ফয়সাল হোসেন।
তিনি জানান, বৈরী আবহাওয়ার কারণে এই সিদ্ধান্ত দিয়েছেন ঊধ্বর্তন কর্তৃপক্ষ। ফেরি চলাচল না থাকায় এ রুটে ভোগান্তিতে পড়েছে প্রায় শতাধিক যান চলাচল। এর আগে এ রুটে সীমিত পরিসরে ফেরি চলাচল করছিলো।
এদিকে, স্পিডবোট আগে থেকেই বন্ধ। তবে সচল রয়েছে লঞ্চ চলাচল।