শিরোনাম

South east bank ad

ঝালকাঠিতে জাতীয় শোক দিবসের আলোচনা ও দোয়া

 প্রকাশ: ১৮ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মোঃ রাজু খান, (ঝালকাঠি) :

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। বুধবার প্রেস ক্লাবের হলরুমে এ শোক সভা ও দোয়া মোনাজাতের আয়োজন করে ঝালকাঠি প্রেস ক্লাব।

এতে প্রধান অতিথি হিসেবে (ভার্চুয়ালী) সংযুক্ত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র, ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু।

প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দত্তের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদার, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সালাহ উদ্দিন আহম্মেদ সালেক।

এসময় বক্তাব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক বাবু তরুন কুমার কর্মকার, জেলা জাতীয় পর্টির আহবায়ক আনোয়ার হোসেন আনু, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল, প্রেস ক্লাবের আজীবন সদস্য মনোয়ার হোসেন খান, জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি প্রফেসর ডাঃ অসিম কুমার সাহা, জেলা যুবলীগের আহবায়ক রেজাউল করিম জাকির, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মানির রায়।

আলোচনা সভা শেষে প্রেস ক্লাবের সাবেক সভাপতি মুহা. আব্দুর রশিদ বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহত সকল সদস্যদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: