ব্রহ্মপুত্র নদ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
এইচ কবীর টিটো, (গফরগাঁও) :
ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদ থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে গফরগাঁও থানা পুলিশ। তার বয়স আনুমানিক ৫০ বছর।
বুধবার দুপুরে পৌর শহরের ব্রহ্মপুত্র নদের কলেজ ঘাট থেকে ওই ব্যক্তির লাশ ভাসতে দেখা যায়।
গফরগাঁও থানার ওসি অনুকূল সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, নদীতে লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।লাশের গায়ে লুঙ্গি আর পাঞ্জাবিী ছিলো।পাঞ্জাবীতে ও কোমরে গিট লাগানো ছিলো।কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।তবে দুই তিন দিন আগের মৃত দেহ এটি।
অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা খাতুন বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।