শিরোনাম

South east bank ad

পিকনিকের নৌকা ডুবিতে চিকিৎসকসহ ২ জনের মরদেহ উদ্ধার

 প্রকাশ: ১৮ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

জাহিদুল ইসলাম খান, (ভালুকা) :

ময়মনসিংহের ভালুকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের পিকনিকের নৌকা ডুবে এক চিকিৎসকসহ ২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে উপজেলার খীরু নদীর উরাহাটি নামক স্থানে।

এ ঘটনায় হাসপাতালের চিকিৎসক ডা. অমিত কুমার ও স্থানীয় তানভীর নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরী দল।

স্থানীয় সূত্রে জানা যায়, আনন্দভ্রমনের জন্য একটি নৌকা ভাড়া করে প্রায় ২০জনের একটি চিকিৎসক টিম নৌকা ভ্রমনের জন্য বের হয়। পিকনিক শেষে ফেরার পথে একটি বালুর ট্রলারে সাথে ধাক্কা লেগে পিকনিকের নৌকাটি ডুবে যায়। বাকিরা স্থানীয়দের সহায়তায় ও সাঁতরিয়ে পাড়ে উঠতে পারলেও ডা. অমিত রায় ও তানভীর নামের এক যুবক নিখোঁজ রয়েছে।

পরবর্তীতে ফায়ার সার্ভিসের ডুবুরী দল মঙ্গলবার রাত ১০দিকে তানভীর ও বুধবার দুপুরে ডাঃ অমিত কুমার সাহার লাশ উদ্ধার করে।
এ ঘটনায় হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মেহেদি হান্নান ও মেডিকেল অফিসার ডা. হাসিন আহত হন। গুরুতর আহত অবস্থায় ডা. হাসিনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ ঘটনায় স্থানীয় সাংসদ কাজিমউদ্দিন আহম্মেদ ধনু, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন, সিভিল সার্জন ময়মনসিংহ সহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
২জনের মৃত্যুতে ভালুকা উপজেলায় শোকের ছায়া নেমে আসে।

ভালুকা ফায়ার স্টেশনের সিনিয়ার স্টেশন অফিসার আল মামুন জানান, " ২দিনে ২জনের লাশ উদ্ধার করা হয়েছে। আর কোন নিখোঁজ না থাকায় উদ্ধার কার্যক্রম সমাপ্ত করা হয়েছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: