শিরোনাম

South east bank ad

সোনালী ব‍্যাংকে ছানোয়ারা বেগমের টাকা জমা হলো না

 প্রকাশ: ১৮ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

শামীম আলম, (জামালপুর) :

জামালপুর সোনালী ব্যাংক শাখায় ছানোয়ারা বেগম(৫০) নামে এক গ্রাহক টাকা জমা দিতে এসে ছিনতাইয়ের কবলে পরেছে। তার ১লক্ষ ৫০ হাজার টাকা আর ছানোয়ারা বেগমের সোনালী ব‍্যাংককে জমা হলো না। ১৭ই আগষ্ট মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে ঘটনাটি ঘটেছে।

ছানোয়ারা বেগম জানান, আমার মেয়ের জমানো ১লক্ষ ৫০ হাজার টাকা আজ মঙ্গলবার বিকালে দিকে সোনালী ব্যাংক জামালপুর শাখায় জমা দিতে আসলে কৌশলে আমার ব্যাগে থাকা দেড়লক্ষ টাকা ছিনতাকারীরা ছিনিয়ে নেয়। তার ধারনা দুইজন বোরকা পরিহিত মহিলা ব্যাংকের নিচতলার ক্যাশ কাউন্টারের উত্তর পাশে ঘোরাফেরা করতে ছিল তারা এই টাকাগুলি মেরে দিয়েছে। ছানোয়ারা বেগমের সাথে ছিল তার মেয়ে বুলবুলি বেগম(৩০) ওসহোদর বোন মনোয়ারা বেগম।

সোনালী ব্যাংক জামালপুর শাখার এজিএম মোহাম্মদ এনামুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন সিসি ফুটেছে ছানোয়ারা বেগমের সন্দেহভাজন বোরকা পরিহিত ওই দুই মহিলাকে দেখা গেছে। সনাক্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। বিষয়টি নিয়ে এ পর্যন্ত কোন মামলা হয়নি। সোনালী ব্যাংকের ওই শাখা থেকে বিভিন্ন কৌশলে গ্রাহকের টাকা ঘনঘন ছিনতাই হওয়ায় গ্রাহকের মাঝে চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: