রওশন এরশাদের রোগমুক্তি কামনায় দোয়ার আয়োজন
এইচ এম জোবায়ের হোসাইন
জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ময়মনসিংহ-৪ সদর আসনের সংসদ সদস্য বেগম রওশন এরশাদের রোগমুক্তি কামনা করে মঙ্গলবার বাদ আছর ময়মনসিংহ নগরীর বিভিন্ন মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এফবিসিসিআই সহ-সভাপতি, ময়মনসিংহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আমিনুল হক শামীম (সিআইপি) ময়মনসিংহ-৪ সদর আসনের সংসদ সদস্য বেগম রওশন এরশাদের রোগমুক্তির জন্য এই বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেন। এসময় আমিনুল হক শামীম ছাড়াও চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দ বিভিন্ন মসজিদে দোয়ায় শরীক হন।
এফবিসিসিআই সহ-সভাপতি আমিনুল হক শামীম বেগম রওশন এরশাদের দ্রুত সুস্থ্যতার জন্য দেশবাসীর প্রতিও দোয়া কামনা করেছেন।