পঞ্চগড়ে বাফার গুদাম থেকে সার বিতরণ শুরু
মোঃ লিহাজ উদ্দিন, (পঞ্চগড়) :
পঞ্চগড়ে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) বাফার গুদাম থেকে ইউরিয়া সার সরবরাহ শুরু হয়েছে।
মঙ্গলবার (১৭ আগষ্ট) দুপুরে বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের গাইঘাটা এলাকার এই গুদাম থেকে সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক জহুরুল ইসলাম।
এর আগে, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মিজানুর রহমানের সঞ্চালনায় একটি আলোচনা সভা হয়। সেখানে পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, বোদা উপজেলা চেয়ারম্যান ফারুক আলম টবি ও সদর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, এতদিন ঠাকুরগাঁও থেকে পঞ্চগড়ের ডিলাররা সার সংগ্রহ করতেন। অনেক সময় জেলার চাহিদা অনুযায়ী ইউরিয়া সার সেখান থেকে পাওয়া যেতোনা। তখন সংকট দেখিয়ে অনেক ব্যবসায়ী নির্ধারিত দামের চেয়ে বেশি দামে কৃষকদের কাছে সার বিক্রি করতেন। এখন হতে পঞ্চগড়ের গুদাম থেকেই ব্যবসায়ীরা বরাদ্দ অনুযায়ী ইউরিয়া সার নিতে পারবেন।
পঞ্চগড় সারের বাফার গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা বোরহান বাদশা জানান, পঞ্চগড়ের বাৎসরিক ইউরিয়া সারের চাহিদা ৪১ হাজার ৬৮৬ মেট্রিক টন। বর্তমান বাফার গুদামে মজুদ রয়েছে ১৫ হাজার ৯৯১ দশমিক ৩৫ মেট্রিক টন। এসব সার চাহিদা ও বরাদ্দ অনুযায়ী বিসিআইসির ৪৭ জন ডিলারের মাঝে বিতরণ করা হবে।
গত বছরের ২ অক্টোবর সারের এই বাফার গুদাম চালু হয়। আনুষ্ঠানিক ভাবে সেদিন উদ্বোধন করেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন। প্রত্যন্ত অঞ্চলে কৃষকদের মাঝে ইউরিয়া সার সংরক্ষণ ও বিতরণ সুবিধার জন্য দেশের বিভিন্ন জেলায় ১৩টি নতুন বাফার গোডাউন নির্মাণ প্রকল্পের আওতায় বিসিআইসি পঞ্চগড়েও সারের এই বাফার গুদাম নির্মাণ করে।