শোক দিবসে অসহায়দের মাঝে খাদ্য বিতরন
শামীম আলম, (জামালপুর) :
বঙ্গবন্ধূর ৪৬তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে অসহায়দের মাঝে খাদ্য বিতরন ও দোয়া মাহফিলের আয়োজন করেছে কালচারাল ক্যাসিসিস্ট জামালপুর জেলা।
মঙ্গলবার দুপুরে শহরের ফুলবাড়িয়া এলাকায় কালচারাল ক্যাসিসিস্ট জামালপুর জেলার আয়োজনে অসহায়দের মাঝে খাদ্য বিতরন কালে বক্তব্য রাখেন, সাংবাদিক শেখ ফজলে রাব্বি, প্রতিষ্ঠাতা জাহিদ সৈকত, সভাপতি রাশিদ আল মুসি খান, সুমাঈয়া আজাদ ঐশি সহ আরো অনেকেই।
এ সময় বক্তারা বঙ্গবন্ধু ও তার নিহত পরিবারের সদস্যদের জন্য দোয়া মাগফিরাত কামনা করেন ও অসহায়দের জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।পরে ফাতেহা শরীফ পাঠ করে দোয়া করা হয়।