দণ্ডপ্রাপ্ত আসামীদের বিচারের দাবীতে মানবন্ধন
আব্দুর রহমান, (নেত্রকোণা) :
নেত্রকোনায় বঙ্গবন্ধু ও তার পরিবারের সকলকে হত্যার দণ্ডপ্রাপ্ত আসামীদের দেশে ফিরিয়ে এনে ফাসির রায় কার্যকর ও ১৭ই আগস্ট সিরিজ বোমা কুশলীদের আইনের আওতায় এনে বিচারের দাবীতে মানবন্ধন করেছেন বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবকলীগ নেত্রকোনা জেলা শাখা।
মঙ্গলবার (১৭ আগস্ট) সকাল ১১টায় পৌরশহরের ছোটবাজার আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে সড়কে এই মানবন্ধন কর্মসুচী পালন করা হয়।
এময় বক্তব্য রাখেন আওমীগের নেত্রকোনা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ভজন দাস, সেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক সারোয়ার মোর্শেদ আকন্দ জাস্টিস, জেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি মারুফ হাসান খান অভ্র, সাধারণ সস্পাদক মোঃ খাইরুল হাসান লিটু গনযোগাযোগ ও সাংবাদিকতা সস্পাদক সুজাদুল ইসলাম ফারাস ও সেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ।
বক্তারা বঙ্গবন্ধু ও তার পরিবারের সকলকে হত্যার দণ্ডপ্রাপ্ত আসামীদের দ্রত দেশে ফিরিয়ে এনে ফাসির রায় কার্যকর করার জন্য সরকারের সুদৃষ্টি কামনা করেন।