হাইলধর ইউপিতে ভিজিডির চাল বিতরণ
এম.এম.জাহিদ হাসান হৃদয়, (আনোয়ারা) :
"শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ১০নং হাইলধর ইউনিয়নে ১০০ জন কার্ডধারী পরিবারের মাঝে বিনামূল্যে ভিজিডি কার্ডের চাল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ আগস্ট) বেলা ১২টার দিকে হাইলধর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
হাইলধর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নাজিম উদ্দীন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় এবং আনোয়ারা ও কর্ণফুলীর উন্নয়নের রুপকার ভূমিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির সহযোগিতায় অসহায়দের মাঝে বিনামূল্যে চাল তুলে দিতে পেরেছি। অসহায় দুস্থ মহিলাদের স্বাবলম্বী করে তুলতে এ কার্যক্রমের মাধ্যমে প্রতিমাসে ৩০ কেজি চাল বিতরণ চলমান রয়েছে। পাশাপাশি দুঃস্থ মহিলাদের নিকট থেকে ২০০ শত টাকা করে সঞ্চয় হিসেবে নিয়ে দুই বছর মেয়াদ শেষে এককালীন দেওয়া হবে। যাতে করে সঞ্চয়ের টাকা দিয়ে গরু, ছাগল ও হাঁস-মুরগি পালন করে তারা স্বাবলম্বী হতে পারে।