টাঙ্গাইলে করোনায় একদিনে আক্রান্ত ১৪৪, মৃত্যু-৬
মো.আবু জুবায়ের উজ্জল, (টাঙ্গাইল) :
টাঙ্গাইলে নতুন করে করোনাভাইরাসের আক্রান্ত সংখ্যা এবং মৃত্যু বৃদ্বি পেয়েছে। গত একদিনে ৮২৯ জনের নমুনা পরীক্ষায় ১৪৪ জনের মধ্যে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এতে জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা ১৫৭৬৭ জন। আজ মঙ্গলবার সকালে টাঙ্গাইল জেলা সির্ভিল সার্জন আবুল ফজল মো.শাহাবুদ্দীন বিষয়টি নিশ্চিত করেন ।
তিনি জানান আক্রান্তদের মধ্যে মির্জাপুরে ২৭ জন, গোপালপুরে ২৫ জন, টাঙ্গাইল সদরে ২৩ জন, নাগরপুর ও মধুপুরে ১৬ জন করে, ঘাটাইলে ১৩ জন, কালিহাতীতে ১০ জন, দেলদুয়ার ও ভুঞাপুরে ৪ জন করে, বাসাইলে ৩ জন, সখীপুরে ২ জন ও ধনবাড়িতে একজন রয়েছেন।এ ছাড়া আক্রান্তের হার শতকরা ১৭.৩৭ ভাগ।
অপর দিকে মঙ্গলবার সকাল পর্যন্ত করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ২৪ ঘন্টায় ৬ জনের মৃত্যু হয়েছে। জেলায় এ পর্যন্ত মোট মারা গেছেন ২৪০জন। আরোগ্য লাভ করেছেন ৯৭৮১ জন। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৪২৭ জন। মোট কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পেয়েছেন ৩০৮৩৯ জন।