শিরোনাম

South east bank ad

পূর্বধলায় চুরিকৃত মালামালসহ গ্রেফতার-২

 প্রকাশ: ১৭ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

আব্দুর রহমান, (নেত্রকোণা) :

নেত্রকোণার পূর্বধলায় চাঞ্চল্যকর চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্র। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় চুরিকৃত প্রায় লক্ষাধিক টাকার মালামাল।

সোমবার (১৬ আগস্ট) সন্ধ্যায় শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্র পুলিশ পরিদর্শক আই.সি মোঃ আখতারুজ্জামান সাংবাদিকদের এ তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার ১১নং গোয়ালাকান্দা ইউনিয়নের গোয়ালাকান্দা গ্রামের মোঃ আবুল কালামের ছেলে মোঃ রমজান মিয়া (২২) এবং একই গ্রামের আয়নাল হকের ছেলে মোঃ রাকিব মিয়া (২৩)।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৫ ই জুলাই উপজেলার শালদিঘা গ্রামের মোঃ শহিদ মিয়া তার পরিবারের সাথে রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়ে। মধ্যরাতে হঠাৎ ঘুম ভেঙ্গে গেলে দেখে তাদের ব্যবহারের দামী এন্ড্রয়েড মোবাইল ফোন ও একটি হ্যান্ডব্যাগে রক্ষিত থাকা ব্যবহৃত স্বর্ণ এবং রুপার অলংকারসহ মোট ১ লক্ষ ৮ হাজার টাকার মালামাল তাদের ঘরের দরজার খিল ভেঙ্গে চুরি করে নিয়ে যায়।

উল্লেখ্য, ওই দিন রাত সাড়ে ৯টায় শহিদ মিয়া শ্যামগঞ্জ বাজারে তার দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় রমজান ও রাকিব সহ কিছু লোকজনকে উনার বাড়ির পাশে ঘোরাঘুরি করতে দেখতে পায়। পরবর্তীতে শহিদ মিয়া তার বাড়িতে ঘটে যাওয়া চুরির ঘটনা সন্দেহে এই দুইজন সহ আরও ২/৩ জনকে আসামী করে পূর্বধলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এই অভিযোগের প্রেক্ষিতে পুলিশ আসামীদের গ্রেফতারে জোর তৎপরতা শুরু করে। পরে পুলিশের ব্যাপক অভিযানে সোমবার (১৬ আগস্ট) দুপুরে এসআই মোঃ দুলাল এর নেতৃত্বে সঙ্গীয় এএসআই মোঃ জাহাঙ্গীর আলম সহ একদল পুলিশ উপজেলার গোয়ালাকান্দা গ্রামে রমজান ও রাকিবকে তাদের নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি এন্ড্রয়েড মোবাইল ফোন সহ চুরিকৃত স্বর্ণ এবং রুপার অলংকার সহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল উদ্ধার করে পুলিশ।

এবিষয়ে শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্র পুলিশ পরিদর্শক আই.সি মোঃ আখতারুজ্জামান জানান, শহিদ মিয়া তার চুরি যাওয়া মালামাল উদ্ধারের জন্য পূর্বধলা থানায় একটি অভিযোগ দায়ের করেন,
অভিযোগের প্রেক্ষিতে একটি চুরি মামলা হয়।
এই চুরি মামলা শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের উপর হস্তান্তর করা হয়। এই মামলার আসামী গ্রেফতার ও মালামাল উদ্ধারের লক্ষ্যে নেত্রকোণা জেলা পুলিশ সুপার আকবর আলী মুন্সী স্যার মহোদয়ের দিকনির্দেশনা ও অনান্য সিনিয়র অফিসারদের পরামর্শে অতি অল্প সময়ের মধ্যেই চুরিকৃত মালামাল এবং দুইজন আসামী ধরতে আমরা সক্ষম হই।

এসময় আসামী রমজানের নিকট থেকে একটি মোবাইল ও রুপার অলংকার এবং অন্য আসামী রাকিব মিয়ার কাছ থেকে স্বর্ণ ও রুপার অলংকার উদ্ধার করা হয়। এই দুইজন আসামীকে আদালতে সোর্পদ করা হয়েছে।

বাকি চুরিকৃত মালামাল উদ্ধার ও জড়িত আসামিদের গ্রেফতারে পুলিশ জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: