মুন্সিগঞ্জ বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ-আটক তিন
কায়সার সামির, (মুন্সিগঞ্জ) :
মুন্সিগঞ্জ সদর উপজেলার মুক্তারপুর এলাকার ৭টি জাল তৈরির কারখানায় অভিযান চালিয়ে ২ কোটি ৪ লাখ ৪০ হাজার মিটার কারেন্ট জাল ও ৬ হাজার ৮৪০ পিস চায়না চাই জাল জব্দ করা হয়েছে। জব্দকৃত জালের বাজার মূল্য প্রায় ৬৪ কোটি ৩৯ লক্ষ ৮০ হাজার টাকা বলে জানায় নারায়ণগঞ্জের পাগল কোস্ট গার্ড স্টেশনের সদস্যরা।
মঙ্গলবার মধ্যরাত থেকে সকাল ৭ টা পর্যন্ত এ অভিযান চালিয়েছে কোস্টগার্ড, জেলা প্রশাসন ও মৎস্য বিভাগের সদস্যরা।
অভিযানকৃত ৭টি ফ্যাক্টরি হলো তন্ময় ফিশিং নেট ইন্ড্রাস্ট্রিজ, দরবার ফিলামেন্ট, সাওয়ান ফাইবার ফ্যাক্টরি, আনাস ফাইবার ফ্যাক্টরি, মিল্লাত ফিশিং নেট, জাহিদ মোল্লা ফ্যাক্টরি ও হাবিব ফিশিং ইন্ড্রাস্ট্রিজ।
সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কোস্ট গার্ড জানিয়েছে, মুন্সিগঞ্জ সদরের মুক্তারপুর এলাকায় অভিযান পরিচালনা করে প্রায় ৬৪ কোটি টাকা মূল্যের অবৈধ কারেন্ট ও চাইজালসহ ৩ জন ব্যক্তিকে আটক করা হয়। অভিযানে ০৭টি অবৈধ কারেন্ট জালের তৈরির কারখানা ও একটি গোডাউনে অভিযান চালিয়ে ২ কোটি ৪ লাখ ৪০ হাজার মিটার কারেন্ট জাল ও ৬৮৪০ পিস চায়না চাই জালসহ ০৩ জন অবৈধ কারেন্ট জালের কারখানার কর্মচারীকে আটক করা হয়েছে।
অভিযানে জেলা মৎস্য কর্মকর্তা ড.আলীম, নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান মারুফ, উপজেলা মৎস্য কর্মকর্তা এম টিপু সুলতান উপস্থিত ছিলেন।
জব্দকৃত জাল বাগবাড়ি এলাকার ধলেশ্বরী নদীর তীরে পুড়িয়ে বিনষ্ট করা হবে বলে জানা যায়।