ভাঙ্গা বেড়িবাঁধ নির্মাণ কাজের উদ্বোধন করেন চেয়ারম্যান ডেভিড রানা চিসিম
ফয়সাল আহম্মেদ, (ধোবাউড়া)
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার ঘোষগাঁও ইউনিয়নে ভাঙ্গা বেড়িবাঁধ নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ডেভিড রানা চিসিম।সোমবার বিকেলে এ উদ্বোধন করা হয়। কিছুদিন পূর্বে ঘোষগাঁও ইউনিয়ন রাইপুর গ্রামে তিনটি স্থানে বেড়িবাঁধ ভেঙে গিয়ে,ভাটি অঞ্চলবাসী লাখ লাখ টাকার সম্মুখীন হয়েছে।
বেড়িবাঁধ নির্মাণ করা না হলে আগামী আমন ধান চাষীরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে।এমনি চিন্তা-চেতনা নিয়ে এবং কয়েক হাজার কৃষকের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে উপজেলা পরিষদের অর্থায়নে বাঁধ নির্মাণের প্রস্তুতি নিয়েছে চেয়ারম্যান ডেভিড রানা চিসিম।
উদ্বোধনকালীন সময়ে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রাফিকুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোজাম্মেল হোসাইন, সহ-সভাপতি নূর হোসেন, স্থানীয় চেয়ারম্যান শামছুল হক, উপজেলা প্রকৌশলী শাহীনুর ফেরদৌস-সহ স্থানীয় আওয়ামীলীগ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।