গৌরীপুরে মোবাইল কোর্টে চার মাদকসেবীর জেল-জরিমানা
মশিউর রহমান কাউসার, (গৌরীপুর) :
ময়মনসিংহের গৌরীপুরে মোবাইল কোর্টে চার মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা করা হয়েছে। দন্ডপ্রাপ্তরা হল-গৌরীপুর পৌরসভার বাড়িওয়ালা পাড়ার আব্দুল কদ্দুছের ছেলে মামুন মিয়া (২৫), আব্দুর রহমানের ছেলে জাফর ইকবাল (৩০), কালিপুর মধ্যম তরফ এলাকার আমির আলীর ছেলে আল আমিন (৩২) ও ময়মনসিংহ সদরের বয়রা এলাকার আব্দুর রশিদের ছেলে সাদ্দাম হোসেন (২৩)।
রবিবার ও সোমবার মোবাইল কোর্টের পৃথক দুটি অভিযানে হেরোইন এবং গাঁজা সেবন, সংরক্ষণের দায়ে তাদের বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও হাসান মারুফ।
বিষয়টি নিশ্চিত করে ইউএনও’র অফিস সহকারী মোঃ রইছ উদ্দিন জানান, মাদকসেবীদের কাছ থেকে উদ্ধারকৃত মাদকদ্রব্য বিনষ্ট করা হয়েছে। অভিযানে সার্বিক সহায়তা করেন গৌরীপুর থানার পুলিশ।