বঙ্গবন্ধুকে হত্যাকারীদের নেতৃত্বদানকারীদের মুখোশ উন্মোচন করতে হবে : এমপি শাওন
এম, নুরুন্নবী, (তজুমদ্দিন) :
বঙ্গবন্ধুকে হত্যার পেছনে নেতৃত্বদানকারীদের মুখোশ উন্মোচন করতে হবে। ১৫ ই আগষ্ট পিতৃহত্যার গভীর অপরাধ বোধের সামনে দাঁড় করায় গোটা জাতিকে। বঙ্গবন্ধুর জীবনব্যাপী ভাবনা জুড়ে ছিলো দেশ, মাটি আর মানুষ। বঙ্গবন্ধু পরাধীন জাতিকে কেবল স্বাধীনতা নয় তিনি দিয়েছিলেন মুক্তির পথ।
কথাগুলো বলেছেন ভোলা ৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।
তিনি গত রবিবার (১৫ আগষ্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগ ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়ামে শোকাবহ ১৫ আগস্টের আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান ও দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওন আরো বলেন, ১৫ ই আগষ্টের হত্যাকান্ড ছিলো মুক্তিযুদ্ধের পরাজিত শক্তির সুস্পষ্ট ষড়যন্ত্র। তিনি ১৯৭৫ সালের ১৫ই আগস্ট জাতির পিতাকে স্ব-পরিবারে হত্যার মধ্য দিয়ে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ঘৃন্যতম হত্যাকান্ড সংঘটিত হয় বলে উল্লেখ করেন।
এর আগে তজুমদ্দিন সিনিয়র ফাজিল মাদ্রাসায় বঙ্গবন্ধু বুক কর্ণার এর শুভ উদ্বোধন করেন এমপি শাওন।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন দুলাল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।