শিরোনাম

South east bank ad

‘স্যার বলেছেন সেবা দিতে, পতাকা উত্তোলন করতে বলেনি’

 প্রকাশ: ১৬ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মশিউর রহমান কাউসার, (গৌরীপুর) :

জাতীয় শোক দিবসে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নে তাঁতকুড়া কমিউনিটি ক্লিনিক খোলা রেখে চিকিৎসা সেবা দেয়া হলেও, উত্তোলন করা হয়নি জাতীয় পতাকা। এ নিয়ে স্থানীয় জনমনে অসন্তোষ দেখা দিয়েছে।

জাতীয় শোক দিবসে জাতীয় পতাকা কেন উত্তোলন করা হয়নি, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এ ক্লিনিকের কর্তব্যরত সিএইচসিপি কোহিনূর বেগম জানান, ‘স্যার বলেছেন সেবা দিতে, পতাকা উত্তোলন করতে বলেনি। আমাকে বলা হয়েছে শোক দিবস উপলক্ষে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশেষ চিকিৎসা সেবা দিতে, আমি তাই করেছি।’

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ রবিউল ইসলাম জানান, জাতীয় শোক দিবসে সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলনের বিষয়ে সরকারি নির্দেশনা রয়েছে। যা সকলের জানা। এটা নতুন করে বলতে হয় কি?

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: