মমেক হাসপাতালকে অক্সিজেন কনসেন্ট্রেটর দিলেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী
রাসেল আহমেদ, (ময়মনসিংহ) :
মহামারি কোভিড-১৯ মোকাবেলায় গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদের সৌজন্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালকে জীবন রক্ষাকারী অক্সিজেন কনসেন্ট্রেটর ও পালস অক্সিমিটার দেওয়া হয়েছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফজলুল কবীরের সভাপতিত্বে সোমবার (১৬ আগস্ট) দুপুর ১২ টায় এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে ৫০ টি অক্সিজেন কনসেন্ট্রেটর ও ৫০০ টি পালস অক্সিমিটার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালকে তুলে দেওয়া হয়।
এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, এম.পি।
এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃইকরামুল হক টিটু,ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ (বিপিএম), ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ চিত্তরঞ্জন দেবনাথ, ময়মনসিংহের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এবং উপপরিচালক স্থানীয় সরকার একেএম গালিব খান, ময়মনসিংহের পুলিশ সুপার মোঃ আহমার উজ্জামান (পিপিএম, সেবা), ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন বাবুল প্রমুখ।