নেত্রকোনায় কোটি টাকার চেক বিতরণ
আব্দুর রহমান, (নেত্রকোনা) :
জাতীয় শোক দিবস ২০২১ উপলক্ষে নেত্রকোনায় কিডনি, ক্যান্সার, প্যারালাইসসহ জটিল রোগীদের চিকিৎসায় এককালীন আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে সোমবার সকাল সাড়ে ১১ টায় মোক্তারপাড়া পাবলিক হল মিলনায়তনে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ বরাদ্দকৃত ২০৫ জন উপকারভোগীর মাঝে ১ কোটি ২৫ লাখ টাকার চেক বিতরণ করা হয়।
চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাজী মোঃ আবদুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান শেষে উপকারভোগীদের মাঝে চেক তুলে দেন স্থানীয় সংসদ সদস্য সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযুদ্ধা আশরাফ আলী খান খসরু।
এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন পুলিশ সুপার আকবর আলী মুনসী, সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আলাল উদ্দিন, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম খানসহ আরও অনেকেই।
এ সময় জেলার ১০ উপজেলায় ২০৫ জন হতদরিদ্র গুরুতর অসুস্থ মানুষের মাঝে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রীর বিশেষ সুপারিশে প্রাপ্ত কোটি টাকার চেক বিতরণ করা হয়।