বঙ্গবন্ধুর অবদান বাঙ্গালী শ্রদ্ধার সাথে স্মরণ করবে : প্রেসিডেন্ট বিএনএফ
শামসুল আল স্বপন, (কুষ্টিয়া) :
বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফ’র কেন্দ্রীয় প্রেসিডেন্ট জাতীয় নেতা, সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা জনাব আবুল কালাম আজাদ বলেছেন, বাংলাদেশ যতদিন থাকবে বঙ্গবন্ধুর অবদান তত দিন বাঙ্গালী শ্রদ্ধার সাথে স্মরণ করবে । খুনিরা বঙ্গবন্ধুকে হত্যা করে তাঁর অবদান ম্লান করে দিতে চেয়ে ছিল কিন্তু পারেনি। বঙ্গবন্ধু আজ দেশের প্রতিটি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন । বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে জননেত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়নের শিখরে নিয়ে গেছেন।
১৯৭৫ সালের ১৫ আগষ্ট খুনিদের নির্মম বুলেটের আঘাতে শাহাদাৎ বরণকারী জাতির জনকসহ তাঁর পরিবারের সদস্যদের মাগফেরাত কামনা করেন।
বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফ কুষ্টিয়া জেলা শাখা কর্তৃক দলীয় কার্যালয়ে আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৬ তম শাহাদৎ দিবসে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত মাহফিলে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনা করে জাতির জন্য বঙ্গবন্ধুর অবদান তুলে ধরে অনলাইনে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেন বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফ কেন্দ্রীয় প্রেসিডেন্ট জাতীয় নেতা সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা জনাব আবুল কালাম আজাদ ।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বিএনএফ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি বিশিষ্ট সাংবাদিক শামসুল আলম স্বপন । দোয়া মাহফিলে অংশ নেন বিএনএফ কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক মো: সাইফুল ইসলাম,সহ-সভাপতি মো: আশরাফ আলী মাষ্টার, কুমুকুম কবীর, সহ-সম্পাদক সুলতানা রিজিয়া, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক শেখ নাজমুল হোসেন, কোষাধ্যক্ষ মো: নান্নু মোল্লা, সদস্য তাজনীন বিন্দু,তনু সেলিম, সোহেল রেজা প্রমুখ । দোয়া মাহফিল পরিচালনা করেন সিনিয়র সহ-সভাপতি মোশাররফ হোসেন হুজুর।