ত্রিশালে কৃষক ও শ্রমিকলীগের শোক দিবস পালন
আব্দুল্লাহ আল ফাহাদ, (ত্রিশাল) :
ময়মনসিংহের ত্রিশালে জাতীয় শ্রমিকলীগ ও কৃষকলীগের যৌথ আয়োজনে ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়। রবিবার (১৫ আগষ্ট) ত্রিশাল পৌরসভার হল রুমে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ত্রিশাল পৌরসভার মেয়র এবিএম আনিসুজ্জামান।
উপজেলা শ্রমিকলীগের সভাপতি সুয়েল মাহমুদ সুমনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সুমন, কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুল আলম, পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর মেহেদী হাসান নাসিম, পৌর আওয়ামীলীগনেতা আব্দুল কাদির, মশিউর রহমান দীপক, আওয়ামীলীগনেতা মোশাররফ হোসেন মানিক, আরিফুল হক এরশাদ প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্তরলীগনেতা তরিকুল ইসলাম আমির।