হবিগঞ্জ পুনাক’র শাহাদাত বার্ষিকী উদযাপন
নুর উদ্দিন সুমন, (হবিগঞ্জ) :
হবিগঞ্জ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) কর্তৃক আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপ করা হয়েছে। ১৫ আগস্ট দুপুরে হবিগঞ্জ পুলিশ লাইনে এ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
হবিগঞ্জ জেলা নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সভাপতি মিসেস তাহেরা রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এস এম মুরাদ আলি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) মাহমুদুল হাসান, হবিগঞ্জ সদর সার্কেল মাহফুজা আক্তার শিমুল,বানিয়াচং সার্কেল পলাশ রঞ্জন দে, মাধবপুর (সার্কেল) মহসিন আল মুরাদ, বাহুবল সার্কেল মো: আবুল খায়ের সহ জেলা নারী কল্যাণ সমিতির নেত্রীগন প্রমূখ। পরে চিত্রাঙ্কন প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।