শোক দিবসে দোয়ার আয়োজনে যুবলীগনেতা রুপম
মো. রাকিব হোসাইন রনি, (লক্ষ্মীপুর) :
১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে লক্ষ্মীপুরে কোরআন খতম ও দোয়ার আয়োজন করেছে যুবলীগ নেতা ইউনুছ হাওলাদার রুপম। তিনি লক্ষ্মীপুর সদর (পূর্ব) উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক।
রবিবার (১৫ আগস্ট) জেলা শহরের গোডাউন রোড সংলগ্ন ফারুকে আজম তাহফিজুল কোরআন মাদ্রাসায় ও এতিমখানায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আয়োজিত অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন খতম করেন অত্র মাদ্রাসার এতিম শিক্ষার্থীরা। খতম শেষে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আত্মর মাগফেরাত কামনায় দোয়া করা হয়। এসময় উপজেলা যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।