খাল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার
মো. রাকিব হোসাইন রনি, (লক্ষ্মীপুর) :
লক্ষ্মীপুরের রায়পুরে মেঘনা নদীর সংযোগ খাল থেকে অর্ধগলিত অবস্থায় অজ্ঞাত (৫০) এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৫ আগষ্ট) দুপুর দেড়টার দিকে উপজেলার হাজিমারা স্লুইচ গেট সংলগ্ন সংযোগ খাল থেকে ভাসমান অবস্থায় মৃতদেহটি উদ্ধার করা হয়। দেহটি একজন পুরুষ লোকের। মুখমন্ডলসহ শরীরের বেশির ভাগ অংশ গলে যাওয়ায় নাম পরিচয় চিহ্নিত করতে পারেনি পুলিশ।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মো. আব্দুল জলিল বলেন, দুপুরে স্থানীয় লোকজন সংযোগ খালে ভাসমান মৃতদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে হাজিমারা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌছে মৃতদেহটি উদ্ধার করে মৃতদেহের ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়। মৃতদেহটির নাম পরিচয় সনাক্ত করার চেষ্টা চলে বলে জানান তিনি।