নেত্রকোনায় শতাধিক দরিদ্র মানুষ খাদ্যসামগ্রী পেল
আব্দুর রহমান, (নেত্রকোনা) :
জাতীয় শোক দিবস উপলক্ষে নেত্রকোনা গণপূর্ত বিভাগের উদ্যোগে অফিসের কর্মকর্তা কর্মচারীদের একদিনের বেতনের টাকায় অফিস চত্বরে শতাধিক দরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
রোববার বিকেলে নেত্রকোনা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. হাসিবুর রহমান খাদ্যসামগ্রী বিতরণ করেন। এ সময় গণপূর্ত বিভাগের উপ- বিভাগীয় প্রকৌশলী এ কে এম সাকিবুর রহমান, মো. ইফতেকার আলম, নেত্রকোনা পৌরসভার কাউন্সিলর মান্নান খান আরজু, নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মুখলেছুর রহমান খান প্রমুখ উপস্থিত ছিলেন।