আটোয়ারীতে জাতীয় শোক দিবস পালন
মাসুদ রানা, (আটোয়ারী) :
সারাদেশের ন্যায় পঞ্চগড়ের আটোয়ারীতেও উপজেলা প্রশাসনের আয়োজনে ১৫ আগস্ট স্বাধীনতার মহান স্থপতি ও জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন কর্মসুচির মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
কর্মসুচির মধ্যে ১৫ আগস্ট সূর্যোদয়ের সাথে সাথে সরকারি,আধা-সরকারি,স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান ও ভবনে অর্ধনমিত জাতীয় পতাকা উত্তোলন, কালোব্যাচ ধারণ, বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ,আলোচনা সভা, যুব উন্নয়ন অধিদপ্তরের চেক বিতরণ, শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা এবং কিশোরদের বঙ্গবন্ধুর জীবনী বিষয়ক রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি ও পুরস্কার বিতরণ ছিল অন্যতম।
উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামানের সভাপতিত্বে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন।
আরো বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা স্বাস্থ্য ও প. প. অফিসার ডা.মোঃ হুমায়ুন কবীর, ওসি মোঃ ইজার উদ্দীন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার শেখ নুরুল ইসলাম, সাবেক সাংগঠনিক কমান্ডার লুৎফর রহমান,জেলা পরিষদ সদস্য মাজেদুর রহমান বকুল, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক প্রমুখ। আলোচনা শেষে প্রশিক্ষণপ্রাপ্ত অসচ্ছল যুবদের মাঝে চেক বিতরণ সহ প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আটোয়ারী উপজেলা প্রেসক্লাব, ইসলামিক ফাউন্ডেশন, উপজেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পৃথক পৃথকভাবে জাতীয় শোক দিবসের স্মৃতিচারণমুলক আলোচনা,মিলাদ মাহফিল ও শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।