বেতনের টাকায় শতাধিক মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
এম.এস রিয়াদ, (বরগুনা) :
স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি, বাঙালি জাতির গর্বিত পিতা, লাল সবুজের একটি সার্বভৌমত্ব দেশের রূপকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৬তম শাহাদত বার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সারাদেশের ন্যায় বরগুনা গণপূর্ত বিভাগ একদিনের বেতনের টাকায় শতাধিক মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন।
গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শরীফ আহমেদ ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ খাদ্য সামগ্রী বিতরণের উদ্বোধন করেন। উদ্বোধনের মধ্য দিয়ে বরগুনা গণপূর্ত অধিদফতরের নির্বাহী প্রকৌশলী সুব্রত বিশ্বাস খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময় দপ্তরটির কর্মকর্তা-কর্মচারী ও ঠিকাদারগণ উপস্থিত ছিলেন। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল ১০ কেজি, তৈল ১ লিটার, পিঁয়াজ ১ কেজি আলু এক কেজি লবন ১ কেজি মসুর ডাল ১ কেজি, সার্জিক্যাল মাস্ক ৪ টি।
খাদ্য সামগ্রী বিতরণ ছাড়াও বরগুনা গণপূর্ত অধিদপ্তরের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। এছাড়াও গণপূর্ত দপ্তর বাগানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে।
১৫ ই আগস্ট শাহাদাত বরণকারী মহান এই পুরুষ ও তাঁর পরিবারের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়েছে।