বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ঢাকা কলেজ সাংবাদিক সমিতির শ্রদ্ধা
মো: ফেরদৌস রহমান, (আড়াইহাজার) :
মহান মুক্তিযুদ্ধের সময়ে দেশ ও দেশের মানুষের মুক্তি সংগ্রামের লড়াইয়ে নেতৃত্ব দেওয়া বীর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন ঢাকা কলেজ সাংবাদিক সমিতি।
১৫ আগস্ট শোকের মাস। স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের ১৯ জন সদস্যকে গুলি করে হত্যা করা হয়। সেই শোক সারা বাংলায় বয়ে যাচ্ছে। তাই বঙ্গবন্ধুর সেই ত্যাগ আর নেতৃত্বের মহিমায় স্মরণ করতে ১৫ আগস্ট পালন করা হয় জাতীয় শোক দিবস।
বেলা ৪:৪০ মিনিটে ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন ঢাকা কলেজ সাংবাদিক সমিতি। এসময় উপস্থিত ছিলেন - ঢাকা কলেজ সাংবাদিক সমিতির সভাপতি বিল্লাল হোসেন সাগর, সাধারণ সম্পাদক আনাস ভূঁইয়া ও তামিম, ফেরদৌস সহ আরো অন্যান্য সদস্যরা!