অসহায় ও দুঃস্থ্যদের মাঝে খাবার বিতরণ করলো ফরিদপুর আ’লীগ
জাকির হোসেন, (ফরিদপুর) :
ফরিদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শহরের বিভিন্ন স্থানে অসহায় ও দুঃস্থ্য মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। শহরের উদয়ন সংঘে প্রায় ১৫০০ মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামীম হক, সহ-সভাপতি একে আজাদ, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ঝরনা হাসান, আওয়ামী লীগ নেতা ফারুক হোসেন, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাহ সুলতান খান রাহাত, ফরিদপুর পৌরসভার ১ নং প্যানেল মেয়র ও ১১ নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুল ইসলাম মনির, জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য সৈয়দ আলী আশরাফ পিয়ার, আলী আজগর মানিক, প্রমূখ।
এর আগে আলিপুর শিক্ষা কেন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয় অনুরূপ কার্যক্রম পরিচালনা হয় এতে প্রায় ১০০০ জন হতদরিদ্র মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামীম হক, সহ-সভাপতি একে আজাদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ঝর্ণা হাসান, আওয়ামী লীগ নেতা মনিরুল ইসলাম মিঠু, জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য শরিফুল হাসান প্লাবন, শাহিন শেখ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।