জামালপুরে নানা আয়োজনের শোক দিবস পালিত
শামীম আলম, (জামালপুর) :
জামালপুরে বীর মুক্তিযোদ্ধা আলহাজ ইনঞ্জিনিয়ার মোজাফফর হোসেন এমপি নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৬ তম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে।
আজ রবিবার ১৫ই আগষ্ট দুপুরে দিবসটি উপলক্ষে জামালপুর সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোজাফফর হোসেন এমপি সারাদিন ব্যাপী নানা আয়োজনের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধের বিভিন্ন বিষয়ের উপর পতাকা উত্তোলন, অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরণ বঙ্গবন্ধুর বিভিন্ন আয়োজন অংশ গ্রহন করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ ইনঞ্জিনিয়ার মোজাফফর হোসেন এমপি।
তার সাথে ছিলেন সাবেক এমপি ও আওয়ামীলীগর নেতৃবৃন্দ। পরে অসহায়, এতিম ও পথশিশুদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।