জাতির জনকের প্রতিকৃতিতে বীর মুক্তিযোদ্ধার সন্তানদের শ্রদ্ধা
মশিউর রহমান কাউসার, (গৌরীপুর) :
জাতীয় শোক দিবস উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে রবিবার (১৫ আগস্ট) স্থানীয় বঙ্গবন্ধু চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড উপজেলা ও পৌর শাখার নেতা-কর্মীরা। এতে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি।
সংগঠনের উপজেলা শাখার সভাপতি আবুল ফজল মুহম্মদ হীরা, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ও পৌর শাখার সভাপতি মশিউর রহমান কাউসার, সাধারণ সম্পাদক উজ্জল চন্দ্রের নেতৃত্বে এতে অংশগ্রহন করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ আব্দুর রহিম ও ডেপুটি কমান্ডার মোঃ নাজিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, মোঃ গিয়াস উদ্দিন, নুরুল হক, প্রদীপ বিশ^াস, ডাঃ হেলাল উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, মহিলা বিষয়ক সম্পাদিকা রাবেয়া ইসলাম ডলি, উপজেলা শ্রমিকলীগের আহবায়ক আব্দুস সামাদ, সাংবাদিক আলী হায়দা রবিন, ফারুক আহাম্মদ, বীর মুক্তিযোদ্ধার সন্তান সংগঠনের নেতা তানজীর আহমেদ রাজীব, দেওয়ান খসরুজ্জামান জ্জামান বাবুল, বিল্লাল হোসেন, দুলাল মিয়া, হান্নান মিয়া, সিদ্দিকুর রহমান, আমিনুল ইসলাম জোনায়েত উদ্দিন জিয়া, চায়না রানী, অন্তর প্রমুখ।