পুলিশ সুপারের নানা আয়োজনে শোক দিবস পালিত
শামী আলম, (জামালপুর) :
নানা আয়োজনের মধ্য দিয়ে জামালপুরে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৬ তম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে।
রবিবার ১৫ই আগষ্ট দুপুরে দিবসটি উপলক্ষে জামালপুর জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপারের কার্যালয় চত্বরে সাত দিনব্যাপি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধের বিভিন্ন বিষয়ের উপর আলোকচিত্র প্রর্দশনীর আয়োজন করা হয়। পুলিশ সুপার নাছির উদ্দিন আহাম্মেদ এই কর্মসূচীর শুভ উদ্বোধন করেন। এছাড়াও জেলা পুলিশের উদ্যোগে শহরের ৭টি স্পটে অসহায়, এতিম ও পথশিশুদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।