শিরোনাম

South east bank ad

ফরিদপুরে জাতীয় শোক দিবস পালিত

 প্রকাশ: ১৫ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

জাকির হোসেন, (ফরিদপুর) :

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে হাজারো মানুষের শ্রদ্ধার্ঘ্য অর্পণ হয়েছে।

আজ সকাল ৮টায় শহরের অম্বিকা ময়দানে একে একে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করে তারা। এর আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ঘাতকদের হাতে নিহত সকল শহীদানের রুহের মাগফেরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর প্রথম শ্রদ্ধা অর্পন করে ফরিদপুরের সাংসদ ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এর পক্ষ থেকে।

এরপর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ফরিদপুর সদর উপজেলা, জেলা পরিষদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন, ফরিদপুর জেলা পূজা উদযাপন কমিটি, ফরিদপুর প্রেসক্লাব, ফরিদপুর পৌরসভা, ফরিদপুর চেম্বার অফ কমার্স, জেলা ক্রীড়া সংস্থা, ফরিদপুর ডায়াবেটিক অ্যাসোসিয়েশন, ফরিদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ফরিদপুর জেলা কারাগার, আবাহনী ক্রীড়াচক্র, ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ, সরকারি ইয়াছিন কলেজ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, শিবাজী নিকেতন, শেখ রাসেল স্মৃতি সংঘ, আমরা মুক্তিযোদ্ধার সন্তান, সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ , এফবিসিসিআই, সহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

এছাড়া বেলা ১০ টায় ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, বিকেল তিনটায় ফরিদপুর জেলা যুবলীগের উদ্যোগে আলোচনা সভা , এবং সন্ধ্যায় ফরিদপুর প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে‌। এছাড়া বিভিন্ন এলাকায় ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: