শিরোনাম

South east bank ad

ধামইরহাটে জাতীয় শোক দিবস পালিত

 প্রকাশ: ১৫ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

আব্দুল্লাহ হেল বাকী, (নওগাঁ) :

নওগাঁর ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্ট সকাল সাড়ে ৯ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সভাপতি ও জাতীয় সংসদের সিনিয়র প্যানেল স্পিকার মো. শহীদুজ্জামান সরকার এমপি।

পরে বাংলাদেশ আওয়ামীলীগ যুবলীগসহ বিভিন্ন আওয়ামী অঙ্গ সংগঠন, উপজেলা প্রেস ক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ, চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয়, সফিয়া পাইলট উচচ বিদ্যালয়, প্রাথমিক শিক্ষক সমিতি, মানবাধিকার কমিশন, ধামইরহাট পৌরসভাসহ বিভিন্ন সামাজিক সংগঠন ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।

সকাল ১০ টায় ইউএনও গনপতি রায়ের সভাপতিত্বে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সাংসদ শহীদুজ্জামান সরকার এমপি প্রধান অতিথির বক্তব্য রাখেন। এ সময় আরও বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, সহকারি কমিশনার (ভূমি) সিব্বির আহমেদ, উপজেলা আ’লীগ সভাপতি দেলদার হোসেন, সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম, পৌর মেয়র আমিনুর রহমান, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, ওসি আব্দুল মমিন, সাবেক অধ্যক্ষ মোঃ আব্দুল জলিল, ছাত্রলীগ সভাপতি আবু সুফিয়ান হোসাইন, মাওলানা রেজুয়ান হোসেন প্রমুখ।

দুপুর ১২ টায় রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরুস্কার প্রদান, যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক যুব ঋণ, অস্বচ্ছল সংগীত শিল্পীদের আর্থিক অনুদান প্রদান করেন এম.পি শহীদুজ্জামান সরকার।

এ সময় উপজেলা প্রকৌশলী আলী হোসেনের নেতৃত্বে মুজিবীয় সংগীত পরিবেশন করেন উপজেলা শিল্পকলা একাডেমী। সবশেষে বনবিভাগ কর্তৃক বিরল প্রজাতির বৃক্ষরোপণ করা হয় এবং শোক দিবসে বিভিন্ন শ্রেনি পেশার মানুষকে ফলজ ও বনজ চারা বিতরণ করা হয়।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: