বরগুনায় বঙ্গবন্ধুর ৪৬ তম শাহাদাত বার্ষিকী পালিত
এম.এস রিয়াদ, (বরগুনা) :
"মুজিব আমার মহাদানবীর প্রমাণ ১৭ প্রাণ, মুজিব নামটি ছড়িয়ে আছে বিশ্ব নিচ্ছে ঘ্রাণ" 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান'। বাঙালি জাতির হৃদয়ে গেঁথে থাকা এক মহানায়কের নাম এটি। কেবল দেশ নয়, বিশ্বের দরবারে সাহসী ও ত্যাগী নেতা হিসেবে সুপরিচিত বঙ্গবন্ধু।
যথাযোগ্য ভাবগাম্ভীর্য এবং কোভিড-১৯ এর স্বাস্থ্যবিধি মেনে স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি, বাঙালি জাতির গর্বিত পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৬তম শাহাদত বার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষ্যে বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান রাষ্ট্রের পক্ষে বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লেক্সে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। এরপরই পুলিশ সুপার মুহম্মদ জাহাঙ্গির মল্লিক, মুক্তিযোদ্ধা সংসদ এর পক্ষ হতে বীর মুক্তিযোদ্ধাগণ পুষ্পমাল্য অর্পণ করেন।
জেলা আওয়ামী লীগের পক্ষে বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। এ সময় জেলা আওয়ামী লীগ, জেলা মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, জেলা ছাত্রলীগ সহ বিভিন্ন পেশাজীবী মানুষ বঙ্গবন্ধুর বেদীতে পুষ্পমাল্য অর্পণ করেন।
এরপরে একে একে বিচার বিভাগ, স্বাস্থ্য বিভাগ, গণপূর্ত বিভাগ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরসমূহ ও শিক্ষা প্রতিষ্ঠান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
বঙ্গবন্ধুর ৪৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বরগুনা জেলায় নানা ধরনের কর্মসূচি পালন করছে বরগুনা জেলা প্রশাসন।
সূর্যোদয়ের সাথে সাথে অর্ধনমিত জাতীয় পতাকা উত্তোলনের পরে সকাল সাড়ে আটটায় বঙ্গবন্ধু কমপ্লেক্স মিলনায়তনে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মোনাজাত করেন। পরে পৌর নাথপট্টি লোকের সামনে অবস্থিত শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মোনাজাত করা হয়।
এসময় বরগুনা কালেক্টরেট জামে মসজিদের খতিব ও ইমাম মুফতি হাফেজ মোঃ জাহিদুল ইসলাম বেলাল দোয়া মোনাজাত পরিচালনা করেন। বঙ্গবন্ধু সহ তার পরিবারে শহীদ হওয়া সকল সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
১৫ আগস্টে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় স্বাস্থ্যবিধি মেনে কোরআন খানি, বেলা ১১ টার দিকে জুম অ্যাপের মাধ্যমে শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোচনা সভা, বাদ জোহর বরগুনা জেলার সকল মসজিদে ১৫ আগস্টে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হবে।
বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের আলোকে 'মুজিববর্ষে মুজিবকে জানুন' শীর্ষক অনলাইন ভিত্তিক কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী, বরগুনা লোকবেতারের মাধ্যমে বঙ্গবন্ধুর জীবনালেখ্য ও কবিতা আবৃত্তি সম্প্রচার এবং সর্বশেষ সামাজিক যোগাযোগ মাধ্যম ও বরগুনা কেবল নেটওয়ার্কে সম্প্রচার করা হবে চিরঞ্জীব বঙ্গবন্ধু শীর্ষক প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী।