বৃক্ষ রোপনে উত্তরা থেকে ফুলবাড়িয়ার প্রত্যন্ত অঞ্চলে রোটারি ক্লাব
মো: আব্দুস ছাত্তার, (ফুলবাড়িয়া) :
রোটারি ক্লাব আন্তর্জাতিকভাবে স্বীকৃতপ্রাপ্ত একটি জনসেবামুলক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি সবসময় মানুষের সেবা দিয়ে যাচ্ছে। মানুষের সুখে দু:খে আছে সর্বক্ষণ। এখানকার কর্ণধার যারা তাঁরা সেবা দেওয়ার মনমানসিকতা নিয়েই আছেন নি:সন্দেহে। প্রতিষ্ঠানটি খুবই একটা ভীতের মধ্যে, ইতিমধ্যে তাঁদের কর্মকান্ডে তাই প্রতীয়মান হয়েছে। বর্তমান পরিচালনা পর্ষদ দায়িত্ব নেওয়ার পর থেকে করোনাকালীন নিয়মিত খাবার বিতরণ দৃষ্টান্ত স্থাপন করেছে। এ বছরের আরও বৃহৎ উদ্যোগ সারা দেশে ১৯লাখ গাছের রোপণ করবে সংস্থাটি।
শনিবার ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ৮নং রাঙ্গামাটিয়া ইউনিয়নের বাবুলের বাজারে ২ হাজার ৫শ গাছের চারা বিতরণ করা হয়। বিতরণ পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সদস্য, উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, আখালিয়া হেলথ সেন্টার লি: চেয়ারম্যান এড. ইমদাদুল হক সেলিম, এসোসিয়েটেড প্রেস (এপি) বাংলাদেশ ব্যুরো প্রধান ও রোটারি ক্লাব অব উত্তরার প্রেসিডেন্ট রোটারিয়ান জুলহাস আলম রিপন, সদস্য রেটারিয়ান সৈয়দ হাফিজুর রহমান কাকন, রাঙ্গামাটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালিনা চৌধুরী সুষমা, ফুলবাড়িয়া উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হারুন অর রশিদ, রোটারি ক্লাব অব ময়মনসিংহের প্রেসিডেন্ট সজল চন্দ দাশ এবং অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজক সূত্রে জানা যায়, যৌথভাবে রোটারি ক্লাব অব উত্তরা ও রোটারি ক্লাব অব কেনসিংটন এন্ড চেলসি এই প্রকল্প করে। সহযোগী সংগঠন হিসেবে রোটারি ক্লাব অব ময়মনসিংহ, ড. কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতাল (ময়মনসিংহ) এবং রাঙ্গামাটিয়া ইউনিয়ন পরিষদ, ফুলবাড়িয়া, ময়মনসিংহ। প্রায় ৪৫০ জন উপকারভোগী, যার প্রায় ৪০ শতাংশই নারী, এই চারা গ্রহণ করেন। বনজ, ফলজ ও ঔষধি গাছ বিতরণ করা হয়। এ সময় আদিবাসী গারো ও কুচ সম্প্রদায়ের নারীরাও এ চারা গ্রহণ করেন।