শিরোনাম

South east bank ad

মনে বেঁধেছে শোকের ছায়া

 প্রকাশ: ১৪ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এম. এস রিয়াদ, (বরগুনা) :

রবিবার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবস। ভোরের আলো ফুটতেই নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হবে এ দিবসটি। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করবেন রাষ্ট্রের পক্ষে জেলা প্রশাসক। সেই সঙ্গে শ্রদ্ধা নিবেদন করবেন রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠন সহ বঙ্গবন্ধু প্রেমী সর্বস্তরের সাধারণ মানুষ।

তবে এবার গাছে নয় বরং মানুষের মনেই শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবছর দেখা যায় গাছে গাছে টানানো থাকে নানা ধরনের ফেস্টুন, লিফলেট ও ব্যানার। এ যেন গাছের সাথে শোকের ভাগাভাগি। নিজেকে পরিচয় করিয়ে দেওয়ার অন্যতম মাধ্যম গাছে টানানো এই ফেস্টুন।

কেবল শোকের মাসে নয়, বিভিন্ন সময় দেখা যায় নেতাকর্মীদের ছবি সম্বলিত ফেস্টুন ব্যানার ও লিফলেট দিয়ে গ্রাম ও শহরের বড় বড় গাছের সাথে প্যারাগ মেরে পরিচয় উন্মোচন করতে। মূলত এটা কি ভালোবাসার বহিঃপ্রকাশ! বছর ঘুরে শোকাবহ আগস্ট কিংবা বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধুর পরিবারের জন্মদিনেই তাদের নিয়ে মাতামাতি করা হয়।

সারা বছরে আর খোঁজ নেয়া হয়না বাংলার এই কীর্তিমান পুরুষের। খোঁজ না নেয়া কিছু উৎসুক নেতাকর্মীদের কাণ্ডই বছর ঘুরে এই দিনগুলোতে বড় বড় গাছের সাথে প্যারাগ দিয়ে টানিয়ে থাকেন নানা ডিজাইনের ফেস্টুন। যাতে নামে মাত্র বঙ্গবন্ধুর ছবি থাকলেও ফেস্টুন দেয়া ওই ব্যক্তির ছবি থাকে অনেক বড়। শোকের মাসের ফেস্টুনেও থাকে হাসি ভরা মুখ। বিভিন্ন ডিজাইনের তোলা ছবি। অথচ তার নেই ১৫ ই আগস্ট সম্পর্কে সামান্যটুকু জ্ঞান।

স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি, বাঙালি জাতির গর্বিত পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৬তম শাহাদত বার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে বরগুনা জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

এরমধ্যে রয়েছে- সূর্যোদয়ের সাথে সাথে অর্ধনমিত জাতীয় পতাকা উত্তোলন, সকাল সাড়ে আটটার দিকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মোনাজাত, শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, ১৫ আগস্টে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় স্বাস্থ্যবিধি মেনে কোরআন খানি, বেলা ১১ টার দিকে জুম অ্যাপের মাধ্যমে শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোচনা সভা, বাদ জোহর বরগুনা জেলার সকল মসজিদে ১৫ আগস্টে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের আলোকে 'মুজিববর্ষে মুজিবকে জানুন' শীর্ষক অনলাইন ভিত্তিক কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী, বরগুনা লোকবেতারের মাধ্যমে বঙ্গবন্ধুর জীবনালেখ্য ও কবিতা আবৃত্তি সম্প্রচার এবং সর্বশেষ সামাজিক যোগাযোগ মাধ্যম ও বরগুনা কেবল নেটওয়ার্কে সম্প্রচার করা হবে চিরঞ্জীব বঙ্গবন্ধু শীর্ষক প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী।

যথাযোগ্য ভাবগাম্ভীর্য এবং কোভিড-১৯ এর স্বাস্থ্যবিধি মেনে আয়োজিত সকল অনুষ্ঠান কর্মসূচি পালন করা হবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: