বরগুনার জেলেদের জালে কেমন ধরা পড়েছে ইলিশ
এম.এস রিয়াদ, (বরগুনা)
এ বছরের ইলিশ মৌসুমে লাভের মুখ দেখেননি বরগুনার জেলেরা। গত ১৭ সাল থেকে শুরু করে ২০ সাল পর্যন্ত ইলিশের মোটামুটি উৎপাদন থাকলেও চলতি বছরে তা খুবই নগণ্য।
পাথরঘাটা বিএফডিসির সহকারি মার্কেটিং কর্মকর্তা বিপ্লব কুমার সরকার জানান, জুলাইয়ের ১ থেকে পরের বছরের জুনের ৩০ তারিখ পর্যন্ত মাছ উৎপাদনের হিসেব অনুযায়ী ১৭ ও ১৮ সালে ৪ হাজার ৯ শ' টন, ১৮ ও ১৯ সালে ৪ হাজার ২শ' টন, ১৯ ও ২০ সালে ২ হাজার ৭ শ' টন, ২০ ও ২১ সালে ১ হাজার ৫শ' টন ইলিশ জেলেদের জালে ধরা পড়লেও এ বছর মাত্র ১ শ' ৭০ টন ইলিশ ধরা পড়েছে জেলেদের জালে।
এর মধ্যে জুলাইয়ের ১ থেকে ২৩ তারিখ পর্যন্ত নদী ও সাগরে ছিলো মাছ ধরায় নিষেধাজ্ঞা। কেননা এই সময়ে মা ইলিশ প্রজননের জন্য সাগর থেকে নদীতে চলে আসে। এরা চন্দ্রমাসকে কেন্দ্র করে ডিম ছাড়ার উদ্দেশ্যে নদী পথের দিকে রওনা হয়ে থাকে।
এ বছরে সাগরে কিছু ইলিশ পাওয়া গেলেও নদীতে ইলিশের কোন দেখা নেই। বর্তমানে ইলিশের ভরা মৌসুম। কিন্তু এখন পর্যন্ত কাঙ্ক্ষিত ইলিশ জেলেদের জালে ধরা না পড়লেও গত শুক্রবার একটি ট্রলারে ৮৭ মণ ইলিশ মাছ নজিরবিহীন।
বিপ্লব কুমার আরো জানান, মূলত পানির গতি বিবেচনা করে ইলিশ মাছের যাতায়াত। হয়তো নদীপথে কোন একটি প্রতিবন্ধকতার কারণে এ বছর তেমন কোনো ইলিশের প্রজনন হয়নি। ফলে সাগরে কিছু ইলিশ পাওয়া গেলেও নদীতে ইলিশ মাছের কোন দেখাই মেলেনি।