সাবেক স্ত্রীকে অপহরণ মামলায় আরো একজন গ্রেফতারে
এস এম আরাফাত হোসাইন, (মাদারীপুর) :
মাদারীপুর সদর উপজেলা কালিকাপুরে দলবল নিয়ে বাড়িতে হামলা চালিয়ে তালাক দেওয়া স্ত্রীকে অপহরণ করে নিয়ে যাওয়ার ঘটনায় জড়িত রিপন হাওলাদার(২৮) নামে আরো একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৩ আগস্ট) রাত ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ এলাকা মাদারীপুর সদর উপজেলা কালিকাপুর ইউনিয়নের হোসনাবাদ থেকে তাকে গ্রেফতার করা হয়। সে একই এলাকার করিম হাওলাদারের ছেলে।
আটককৃত রিপন মামলার ৮ নং ওয়ারেন্টভূক্ত আসামি। তবে মামলার প্রধান আসমী বাবু হাওলাদার সহ অন্যান্য আসামী এখনো পালাতক রয়েছে।
পুলিশ, নির্যাতিতার পরিবার ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২০ সালের ৯ এপ্রিল সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের হোসনাবাদ গ্রামের ফারুক হাওলাদারের ছেলে বাবু হাওলাদারের সঙ্গে ওই শিক্ষার্থীর বিয়ে হয়। বিয়ের ৮ দিনের মাথায় ওই শিক্ষার্থী বাবুকে তালাক দেন।
এরপর থেকে তাকে বিভিন্ন সময় উত্ত্যক্ত করে আসছিল বাবু। ভয়ে ওই শিক্ষার্থীকে রাজধানীর ঢাকায় এক আত্মীয়ের বাসায় রেখে আসে তার পরিবার। দীর্ঘদিন পর গত (৫ আগস্ট) বৃহস্পতিবার বাড়িতে আসেন ওই শিক্ষার্থী।