আনোয়ারায় শুরু হলো সিনোফার্মের দ্বিতীয় ডোজ
এম.এম.জাহিদ হাসান হৃদয়, (আনোয়ারা) :
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় প্রবাসীদের অনিশ্চয়তার মধ্যে থাকার পর শনিবার থেকে সিনোফার্ম (ভেরো সেল) টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয়েছে।
শনিবার (১৪ আগাস্ট) সকাল থেকে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই টিকা কার্যক্রম শুরু হয়।
হাসপাতাল সূত্র জানায়, বিদেশ গামী প্রবাসী যারা পাসপোর্টের মাধ্যমে রেজিষ্ট্রেশন করেছিলেন তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে আজ থেকে সিনোফার্মের দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয়েছে। প্রতিদিন ৩০০ জনকে ভ্যাকসিন প্রদান করা হবে, যারা এসএমএস পেয়েছে শুধু তারাই নির্দিষ্ট তারিখে এসে ভ্যাকসিন গ্রহণ করতে পারবে। পর্যায়ক্রমে সকলকে টিকার আওতায় আনা হবে ।
উল্লেখ্য যে,এই পর্যন্ত ১৯৮০২ জনকে সিনোফার্ম (ভেরো সেল) কোভিড-১৯ ভ্যাকসিনের ১ম ডোজ প্রদান করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত সিনোফার্ম (ভেরো সেল) কোভিড-১৯ ভ্যাকসিনের ১ম ডোজ প্রদান কার্যক্রম বন্ধ থাকবে বলে হাসপাতাল সূত্রে জানা যায়।