পরিত্যাক্ত ঘরে পরেছিলো বকুলের গলাকাটা মরদেহ
মোঃ রাজু খান, (ঝালকাঠি) :
ঝালকাঠির রাজাপুর উপজেলার টিএন্ডটি সড়কে স্বামীর বাড়ির একটি পরিত্যাক্ত ঘরের মেঝেতে পরে ছিলো গৃহবধু বকুল বেগমের (৫৫) মরদেহ। শনিবার সকালে বকুলকে কোথাও খুজে পাওয়া যাচ্ছিলোনা। অনেক খোজাখুজির পর দুপুরে বাড়ির পাশেই একটি পরিত্যাক্ত ঘরের তালা খোলা দেখে বকুলের স্বজনরা ভিতরে প্রবেশ করে মেঝেতে পরে থাকতে দেখে বকুলের জবেহ করা মরদেহ।
স্বজন ও স্থানীয়রা পুলিশকে খবর দিলে বেলা ১২ টায় বকুল বেগমের লাশ উদ্ধার করেছে রাজাপুর থানা পুলিশ। ঘটনাস্থল পরিদর্শন করেছে ঝালকাঠি পুলিশ সুপার ফাতিহা ইয়াসমীন।
নিহত বকুল টিএন্ডটি সড়কের মৃত আব্দুল খাওলাদারের দ্বিতীয় স্ত্রী। বুকুলের ছেলে লিটন ভাড়ায় মটর সাইকেল চালিয়ে সংসার চালাতো। বকুলের মোট তিন কন্যা ও দুই পুত্র সন্তান রয়েছে।
রাজাপুর থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, মৃতদেহ উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে ময়না তদন্ন্তেরর জন্য প্রেরণ করা হয়েছে।