জামালপুরে সরকারি শিশু পরিবারের বঙ্গবন্ধু প্রামান্য চিত্র প্রদর্শন
শামীম আলম, (জামালপুর) :
জামালপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে প্রামান্য চিত্র প্রদর্শন করা হয়েছে।এই আয়োজন করেন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট । তারা সরকারী শিশু পরিবার নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর প্রামাণ্য চিত্র প্রদর্শন এবং শিশু পরিবারের এতিম শিশুদের মাঝে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়।
শনিবার দুপুরে জামালপুর সরকারি শিশু পরিবারে এই প্রদর্শনীর আয়োজন করে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট। জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রাজু আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মইনুল হাসান ইউসুফ রনি।
এছাড়াও অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: মাহবুবুর রহমান, সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আবু ইলিয়াস মল্লিক প্রমুখ বক্তব্য রাখেন। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর প্রামাণ্য চিত্র প্রদর্শন এবং শিশু পরিবারের এতিম শিশুদের মাঝে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়।