শিরোনাম

South east bank ad

মদন-কেন্দুয়া সড়কের বেহাল দশা

 প্রকাশ: ১৪ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

আব্দুর রহমান, (নেত্রকোণা) :

দীর্ঘদিন ধরে সংস্কার না করায় নেত্রকোণার মদন-কেন্দুয়া সড়ক বেহাল দশায় পরিণত হয়েছে। ১৫ কিলোমিটার সড়কের মদন অংশের প্রায় ৯ কিলোমিটারে ছোট-বড় অসংখ্য খানা-খন্দ সৃষ্টি হাওয়ায় চরম দূর্ভোগে পড়েছেন যাতায়াতকারীরা। এসব দুর্ভোগের মধ্যে দিয়েই জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন যাতায়াত করছেন হাজারো লোকজন। এর ফলে প্রতিদিন ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।

দীর্ঘদিনের এই দুর্ভোগের স্থানীয় ও যাতায়াতকারী লোকজনের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ কর্তৃপক্ষের উদাসীনতা ও নির্মাণ কাজে অনিয়মের করায় কয়েকদিন যেতে না যেতেই সড়কের গর্তের সৃষ্টি হয়। দুর্ভোগ লাঘবে সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

মদন উপজেলা থেকে কেন্দুয়া উপজেলা যাতায়াতের একমাত্র পথ মদন-কেন্দুয়া সড়ক। মদন থেকে কেন্দুয়া, তাড়াইল, কিশোরগঞ্জ, ভৈরব, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেটে দূরপাল্লার যান চলাচল করে এই সড়কে। প্রতিদিন নানা শ্রেণি-পেশার হাজার হাজার লোকজন যাতায়াত করছেন। এ সড়কে মদন পৌর সদর থেকে বাড়রী কাঞ্জার খাল পর্যন্ত মদনের অংশ প্রায় ৯ কিলোমিটারে বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে। সড়কের মাঝে গর্তের সৃষ্টি হওয়ায় বৃষ্টির পানি জমে পুকুরে পরিণত হয়। এসব স্থানে গাড়ি চালকরা গিয়েই বিপদে পড়ে। প্রায় সময়ই গাড়ি বিকল হয়ে পড়ে থাকে দীর্ঘ সময়। এ সময় পথচারীদের পায়ে হেঁটে চলাচল করতে দুষ্কর হয়। যাতায়াতের বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় দুর্ভোগের মধ্য দিয়ে বাধ্য হয়েই যাতায়াত করছেন লোকজন।

পথচারী ফয়সাল, সুজন, আলম, মনির ও রুবেল সহ অনেকেই বলেন, মদন কেন্দ্র সরকারের অংশ খুব খারাপ অবস্থা। রাস্তা ভেঙ্গে গর্তের পানি জমে পুকুরের মতো হয়েছে। রাস্তাটির দিয়ে চলাচল করা অনুপযোগী হয়ে পড়েছে। রাস্তাটি সংস্কার করা খুবই জরুরী।

গাড়িচালক কাজল মিয়ার, মোফাজ্জল হোসেনসহ অনেকেই বলেন, এই রাস্তা দিয়ে গাড়ি চালাতে এখন আর মন চায়না। ৪০ মিনিটের জায়গায় এখন দেড় ঘন্টা সময় লাগে। বিকল্প কোন রাস্তা না থাকায় দুর্ভোগ হলেও গাড়ি চালাতে হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত দায়িত্বে থাকা মদন উপজেলা প্রকৌশলী আলমগীর হোসেন জানান, সড়কটি সংস্কারের জন্য প্রাক্ষলণ তৈরি করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। অনুমোদন হলেই সংস্কারের কাজ শুরু করা হবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: