আটোয়ারীতে ‘বিডি ক্লিন’-এর যাত্রা শুরু
মাসুদ রানা, (আটোয়ারী) :
পরিচ্ছন্নতার বার্তা শহর থেকে প্রত্যন্ত গ্রামে ছড়িয়ে দিতে কাজ করছে সেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন। কাজের সীমানা ছড়িয়ে দিতে বিডি ক্লিনের সাথে যুক্ত হলো আটোয়ারী উপজেলা।
শুক্রবার (১৩ আগস্ট) উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার মানসিকতা নিয়ে একঝাঁক উদীয়মান তরুণ-তরুণীকে শপথ বাক্য পাঠ সহ হাতে ঝাড়– নিয়ে উপজেলা পরিষদ চত্বরের আবর্জনা পরিস্কারের মধ্য দিয়ে বিডি ক্লিন আটোয়ারী উপজেলা শাখার যাত্রা শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম বিডি ক্লিনে নবাগত উদীয়মান উদ্দ্যমী একঝাঁক তরুণ-তরুণীকে শপথবাক্য পাঠ করান এবং বিডি ক্লিন-এর সদস্যদের পরামর্শ ও সহযোগিতার আশ্বাস দিয়ে গুরুত্বপুর্ণ বক্তব্য রাখেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন, আটোয়ারী সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ফারুক হোসেন। আরো উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা বিডি ক্লিন-এর নেতৃবৃন্দ।