এনআরবি ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান মাহতাবুর রহমানের বোনের ইন্তেকাল
এনআরবি ব্যাংক লিমিটেড এর চেয়ারম্যান ও প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী মাহতাবুর রহমানের বোন হুসনে আরা বেগম চৌধুরী মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
শুক্রবার বেলা দেড়টার দিকে কানাডার টরেন্টোতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। কানাডা, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে তার দশ সন্তান বসবাস করেন।
সিআইপি মাহতাবুর রহমান জানান, বোনের অসুস্থতার খবর শুনে তিনি যুক্তরাষ্ট্র থেকে কানাডায় ছুটে যান। সেখানে বোনের সঙ্গে দেখা করেন। বোনের মৃত্যুতে মাহতাবুর রহমানসহ স্বজনেরা ভেঙ্গে পড়েছেন।
সিলেটের জালালপুর রুস্তমপুরে হুসনে আরার স্বামীর বাড়ি। তার স্বামী মারা গেছেন কয়েক বছর আগে। লন্ডন, আমেরিকা থেকে স্বজনেরা ফিরলে তার জানাজার ব্যবস্থা করা হবে বলেও জানান মাহতাবুর রহমান।