জাতীয় শোক দিবস উদযাপনে প্রস্তুতি মূলক সভা
জাকির হোসেন, (ফরিদপুর) :
ফরিদপুরে আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠানটিত হয়েছে।
শুক্রবার (১৩ আগষ্ট) বিকেলে শহরের অম্বিকা হলে এ সভা অনুষ্ঠিত হয়। ফরিদপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অমিতাভ বোসের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, সুবল চন্দ্র সাহা সভাপতি ফরিদপুর জেলা আওয়ামীলীগ, সৈয়দ মাসুদ সাধারণ সম্পাদক ফরিদপুর জেলা আওয়ামীলীগ, শামীম হক সিনিয়র সহ-সভাপতি ফরিদপুর জেলা আওয়ামী লীগ, শামসুল হক ভোলা মাস্টার চেয়ারম্যান জেলা পরিষদ, আইভি মাসুদ মহিলা বিষয়ক সম্পাদক ফরিদপুর জেলা আওয়ামীলীগ। এছাড়া আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সভায় আগামী ১৫ আগস্ট ২০২১ পৌরসভায় ২৭ টি ওয়ার্ডেই কাঙ্গালী ভোজের আয়োজন করা হবে বলে জানানো হয়।