শিরোনাম

South east bank ad

প্রাণি সম্পদ প্রদর্শনী মেলায় দৃষ্টি নন্দন গরুর সমাহার

 প্রকাশ: ১৩ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

আব্দুল্লাহ হেল বাকী, (নওগাঁ) :

নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের আয়োজনে প্রাণি সম্পদ প্রদর্শনী মেলায় দৃষ্টি নন্দন গরুর সমাহার দেখা গেছে। দেশী-বিদেশী বিভিন্ন গরু, ছাগল, কবুতর সহ প্রাণি সম্পদ প্রদর্শনী মেলা ১৩ আগস্ট বেলা ১২ টায় চকময়রাম স্কুল মাঠে ইউএনও গনপতি রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলা প্রদর্শণ শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সভাপতি ও জাতীয় সংসদের সিনিয়র প্যানেল স্পিকার শহীদুজ্জামান সরকার এম.পি।

অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী, পৌর মেয়র আমিনুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. এমরান আলী, ভেটেরিনারী সার্জন ডা. রিপা রানী, ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, খামারি এসোসিয়েশনের সম্পাদক প্রভাষক মিনহাজুল হক সরকার শিবলী প্রমুখ। পরে খামারিদের ক্যাটাগরি ভিত্তিতে সনদপত্র প্রদান করা হয়।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: